1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নিরাপত্তা ঝুঁকি কমাতে স্যাটেলাইট নামাবে স্টারলিংক - সংবাদ এইসময়
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নিরাপত্তা ঝুঁকি কমাতে স্যাটেলাইট নামাবে স্টারলিংক

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আইটি ডেস্ক

স্টারলিংক, স্পেসএক্সের পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান, নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য ধাপে ধাপে হাজার হাজার স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামানোর পরিকল্পনা করছে। এ উদ্যোগ ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানান, বর্তমানে প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলোকে ৪৮০ কিলোমিটারের নিচের কক্ষপথে স্থানান্তর করা হবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ স্যাটেলাইট স্থানান্তরিত হবে, যা মোট সক্রিয় স্যাটেলাইটের প্রায় অর্ধেক।

সম্প্রতি একটি স্টারলিংক স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে গিয়ে জ্বালানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয়। এই ঘটনার পর কক্ষপথে সংঘর্ষের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। নিকলস জানান, স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামালে অকেজো স্যাটেলাইট দ্রুত বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হবে, যেখানে আগে এ প্রক্রিয়ায় চার বছরেরও বেশি সময় লাগত।

তিনি আরও বলেন, ৫০০ কিলোমিটারের নিচের কক্ষপথে ধ্বংসাবশেষ কম এবং কম স্যাটেলাইট থাকায় সংঘর্ষের সম্ভাবনাও কমে। স্থানান্তর কার্যক্রম যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অপারেটরের সঙ্গে সমন্বয়ে করা হচ্ছে।

এদিকে, নিম্ন পৃথিবী কক্ষপথে স্যাটেলাইট প্রতিযোগিতা তীব্র হচ্ছে। স্টারলিংকের পাশাপাশি অ্যামাজনের প্রজেক্ট কুইপারও হাজারো স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, এবং চীনও ১০ হাজারের বেশি স্যাটেলাইট পাঠাতে চাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, স্যাটেলাইটের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেলে ‘কেসলার সিনড্রোম’ দেখা দিতে পারে, যা বিপুল ধ্বংসাবশেষ তৈরি করে নির্দিষ্ট কক্ষপথ ব্যবহার অযোগ্য করে দিতে পারে। এ পরিস্থিতিতে মহাকাশ নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সমন্বয় ও কার্যকর নীতিমালার প্রয়োজনীয়তা আরও বেড়ে যাচ্ছে।

সূত্র: দ্য রেজিস্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট