জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। ব্যাটালিয়নের উপ-শাখা সীপকস-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে অবস্থিত উপ-শাখা সীপকস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন উপ-শাখা সীপকস, কুড়িগ্রাম-এর সাধারণ সম্পাদিকা মিসেস ফারহানা আফরোজ মৌসুমী।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, বিজিবি কেবল সীমান্ত নিরাপত্তার দায়িত্বই পালন করে না, বরং দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে শীতার্ত দুঃস্থ ও অসহায় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বিজিবি ও উপ-শাখা সীপকস-এর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, প্রচণ্ড শীতে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক আখ্যা দিয়ে এর ভূয়সী প্রশংসা করেন।