সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় তীব্র শীতের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার প্রভাবে দিনমজুর, পথচারী ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। হাড়কাঁপানো শীত থেকে রক্ষা পেতে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন অনেকেই।
সরেজমিনে কচুয়া, আড়াই পাড়া, রামখা এলাকা ঘুরে দেখা গেছে, গভীর রাতে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকজন মানুষ একত্র হয়ে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকছেন। তীব্র শীতের হাত থেকে বাঁচতে বাধ্য হয়েই তারা এভাবে ঠান্ডা মোকাবিলা করছেন। বিশেষ করে পথচারী, ছিন্নমূল, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষদের কষ্ট চোখে পড়ার মতো।
স্থানীয় আড়াইপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকেই শীতের তীব্রতা বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বাড়ে। ফলে অনেক পরিবার ও বন্ধুবান্ধব একত্র হয়ে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। এতে একদিকে যেমন শীতের তীব্রতা কিছুটা কমে, অন্যদিকে মানসিক প্রশান্তিও পাওয়া যায়।
এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতজনিত সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এ অবস্থায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।