আবদুল করিম সোহাগ।
বিনোদন প্রতিবেদক।
চলচ্চিত্রে শিশুশিল্পী হয়ে প্রার্থনা ফারদিন দীঘির অভিনয়জীবনের সূচনা। এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। অভিনয় করেন ওটিটিতেও। ‘শেষ চিঠি’, ‘ফেরা’ ওয়েব ছবিগুলোতে দেখা গেছে তাঁকে।
নতুন বছরের শুরুতে ফের ওয়েব ছবি করছেন দীঘি। নাম চূড়ান্ত না হওয়া ডার্ক থ্রিলার ঘরানার এ ছবির পরিচালক সুমন ধর। আগের দুই ওয়েব ছবিরও পরিচালক তিনি। সম্প্রতি সাভারে শুরু হয়েছে ছবিটির শুটিং।
এতে দীঘির সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা। দীঘি জানান, গল্পে যেমন ভিন্নতা আছে, তেমনি সুমনের সঙ্গে অতীতের দুই ছবির অভিজ্ঞতাও ভালো। সেই সুবাদে নতুন ছবিটি করছেন।