মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট ।
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
৭ জানুয়ারী বিকেলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পাঁচবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমি সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস মোঃ জহুরুল ইসলাম । প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ । ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজে অধ্যক্ষ নওশাদ আলী
পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম , কোতয়ালিবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আলী , আংড়া দাখিল মাদ্রাসার সুপার ইদ্র আলী , সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই প্রমুখ। ক্রীড়া পরিচালনা করেন, উচনা দাখিল মাদ্রাসার শিক্ষক হাসানুর রহমান মন্টু, বালিঘাটা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার৷ আশফাকুর রহমান রুবেল, ও সহকারীবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল , মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ ।