1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মিডিয়ার মানুষ ছাড়া সাধারণ মানুষ আমাকে নায়ক হিসেবে চেনে না - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশ পেল টুটুল -লাবন্য’র ‘সেই মানুষটা তুমি’ কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবু মিলছে না সিলিন্ডার শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, শীর্ষে কারা? পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন মার্কিন-ই/সরায়েলি সাইবার সফটওয়্যার বন্ধের নির্দেশ দিল বেইজিং গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ এলিয়েনের সঙ্গে যোগাযোগ, বিজ্ঞানীদের নজরে মৌমাছির মস্তিষ্ক মটরশুঁটির যত পুষ্টিগুণ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন: বদিউল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের বিদায় সংবর্ধনা

মিডিয়ার মানুষ ছাড়া সাধারণ মানুষ আমাকে নায়ক হিসেবে চেনে না

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

বাংলাদেশের তরুণ মডেল-অভিনেতা অনিক রহমান অভি মূলধারার চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে চলচ্চিত্রের অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এখন পর্যন্ত তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা নয়টি। ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আগ্রহী এই অভিনেতা বর্তমানে নিজের ভবিষ্যৎ কাজ ও বাংলা চলচ্চিত্রের সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবছেন।
ক্যারিয়ার, চরিত্র নির্বাচন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অনিক রহমান অভি। নিজের কাজের হিসাব টানতে গিয়ে তিনি বলেন, এই পর্যন্ত তার নয়টি ছবি মুক্তি পেয়েছে। এই সময়ে তিনি দেশের অনেক গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তার কাছে বড় সৌভাগ্যের। তার ভাষায়, রত্না কেয়া, সিমলা, আঁচল, শিরিন শিলা, মৌসুমী, নিপুণ, ফারহানা মিলিসহ আরও অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। এসব অভিজ্ঞতা আমাকে একজন অভিনেতা হিসেবে সমৃদ্ধ করেছে।
চরিত্র নির্বাচন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অভি বলেন, চরিত্র ছোট বা বড় হওয়াটা তার কাছে মুখ্য নয়। তিনি মনে করেন, প্রতিটি চরিত্রই আলাদা গুরুত্ব বহন করে। তবে মূলধারার চলচ্চিত্রে কাজ করতেই তিনি বেশি পছন্দ করেন।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে এই অভিনেতা জানান, প্রথম ছবিতেই তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। “আমার ক্যারিয়ারের প্রথম ছবিতে আক্তার চরিত্রে অভিনয় করেছিলাম। সেটি আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, বলেন তিনি।
দর্শকের ভালোবাসা নিয়ে কথা বলতে গিয়ে অভির কণ্ঠে আলাদা অনুভূতি ধরা পড়ে। এতগুলো ছবি মুক্তির পরেও অনেক দর্শক এখনো তাকে তার প্রথম ছবির চরিত্রের নামেই চেনেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, এতগুলো ছবি মুক্তির পরেও দর্শক এখনো আমাকে আমার প্রথম ছবির চরিত্রের নাম বিশাল বলে ডাকে। এটা আমার কাছে অনেক আনন্দের।
বাংলা চলচ্চিত্রের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেতা। তার মতে, সময়ের সঙ্গে সবকিছু বদলালেও গল্পের জায়গাটা দুর্বল হয়ে গেছে। “একসময় বাংলা চলচ্চিত্রে গল্পনির্ভর ছবি অনেক বেশি ছিল, এখন সেটা নেই। অথচ গল্পনির্ভর ছবি আরও বেশি হওয়া দরকার, বলেন তিনি।
ইন্ডাস্ট্রিতে নিজের শুরুর অভিজ্ঞতা স্মরণ করে অনিক রহমান অভি জানান, চলচ্চিত্রে আসার সময় তিনি সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছিলেন। বর্তমান প্রজন্মের শিল্পীদের প্রতিও তার শুভকামনা রয়েছে। আমি যখন চলচ্চিত্রে এসেছিলাম, সবাই আমাকে সাদরে গ্রহণ করেছিল। এখন যারা কাজ করছে, এই প্রজন্মকে আমি অভিবাদন জানাই। সবাই ভালো করছে, আরও ভালো করুক, বলেন তিনি।
একজন অভিনেতা হিসেবে প্রস্তুতির বিষয়ে নিজের ভাবনাও তুলে ধরেন অভি। তার মতে, চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে তৈরি করাটাই একজন শিল্পীর প্রধান দায়িত্ব। চরিত্রের প্রয়োজনে একজন শিল্পীকে যেভাবে রাখতে হয়, আমি সেভাবেই নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেকটা চরিত্রে আমার সর্বোচ্চ অভিনয়শৈলী দিয়ে ফুটিয়ে তুলতে চাই, জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী এই অভিনেতা জানান, ২০২৬ সালে তার অভিনীত দুটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। আশা করছি ২০২৬ সালে আমার দুটি ছবি মুক্তি পাবে। সেই ছবিগুলোতে দর্শক অন্যরকম একজন অভিকে আবিষ্কার করবে, বলেন তিনি।
তবে জনপ্রিয়তা নিয়ে তিনি বাস্তববাদী। তার ভাষায়, সাধারণ দর্শকের কাছে তিনি এখনও খুব বেশি পরিচিত নন। কেউ সিনেমা হলে গিয়ে পাশ দিয়ে হেঁটে গেলেও জিজ্ঞেস করে না এই ছবির হিরো আপনি কিনা। যারা চলচ্চিত্রের মানুষ, মিডিয়ার মানুষ, তারাই মূলত আমাকে চেনে, বলেন অভি।
সবশেষে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথাও জানান এই অভিনেতা। তিনি চান না এই ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে যাক বা থেমে যাক। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের আরেকবার ঘুরে দাঁড়ানোটা দেখতে চাই, বলেন অনিক রহমান অভি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট