1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাফিনহার জোড়া গোলে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

রাফিনহার জোড়া গোলে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

এল ক্লাসিকোর ঝাঁজ বলতে যা বোঝায় তার পুরোটাই দেখা গেল ম্যাচে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মোহগ্রস্ত করে রাখল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মোহ ভাঙল বার্সেলোনার শিরোপা জয়ের উদযাপনে। স্প্যানিশ সুপার কাপ নিজেদের কাছেই রেখে দিল কাতালানরা। রোমাঞ্চকর এক লড়াইয়ে রাফিনহার জোড়া গোলে তারা রিয়ালকে হারাল ৩-২ গোলে।

সৌদি আরবের জেদ্দায় রিয়াল ও বার্সার লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল দুদল। গোলের সূচনা করেন রাফিনহা। ৩৬তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।

চমকটা দেখা গেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুদল গোল করে তিনটি। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। ডি-বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার এক গোল করেন তিনি।

এর খানিকবাদেই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারও লিড এনে দেন লেভানডোভস্কি। তবে থেমে থাকেনি রিয়াল, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। তাতে দ্বিতীয়ার্ধ রূপ নেয় রোমাঞ্চে।

৭১তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। এক মিনিট পরই তৃতীয় গোলের দেখা পায় কাতালান দলটি। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়। বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনহার সপ্তম গোল এটি। এই গোলেই শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট