মো আবদুল করিম সোহাগ
ঢাকা
তরুণ নবাগত মডেল ও অভিনেত্রী নীলা খুব অল্প সময়েই মিডিয়ায় নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। ২০২৩ সালে এক বন্ধুর অনুপ্রেরণায় তাঁর মিডিয়ায় পথচলা শুরু। টাঙ্গাইলের মেয়ে নীলার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকার টঙ্গীতে। শুরু থেকেই আগ্রহ ছিল নিজেকে নতুনভাবে তুলে ধরার, আর সেই আগ্রহই তাঁকে ক্যামেরার সামনে নিয়ে আসে।
মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই তিনি কাজ করেছেন কয়েকটি ব্র্যান্ডের ফটোশুটে। পাশাপাশি অংশ নিয়েছেন চার থেকে পাঁচটি র্যাম্প শোতে। অভিনয়ের দিকেও ধীরে ধীরে এগোচ্ছেন নীলা। এরই মধ্যে তিনি কাজ করেছেন দুটি শর্টফিল্ম ও দুটি মিউজিক ভিডিওতে, যা তাঁর অভিনয় দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে।
মিডিয়ার বাইরেও নীলার স্বপ্ন আছে। তিনি নিজেকে ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চান এবং বিশেষভাবে নারীদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন। নীলা জানান, মিডিয়ায় না এলে তিনি পুরোপুরি ব্যবসার দিকেই ঝুঁকতেন। এখনও তাঁর ইচ্ছে, মিডিয়ার পাশাপাশি একটি কাপড়ের ব্যবসা গড়ে তোলা।
মিডিয়ায় পথচলা প্রসঙ্গে নীলা বলেন, শুরুর সময়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জার্নি আরও কঠিন হয়ে ওঠে, যদি পরিবারের পূর্ণ সমর্থন না থাকে। তবে সব বাধা পেরিয়েই এগিয়ে যেতে হয় সাফল্যের পথে। সেই বিশ্বাস আর দৃঢ় মনোবল নিয়েই নীলা নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছেন।