জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
আসন্ন নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সহ আচরণবিধি ও আইনের মাধ্যম
নির্বাচনের সময়সূচি
ভোটগ্রহণের তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)।
ভোটের সময়: সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি, ২০২৬।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, ২০২৬।
প্রচারণার সময়সীমা: ২১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০) পর্যন্ত।
গণভোট: নির্বাচনের দিনই ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংস্কার) বিষয়ক গণভোট অনুষ্ঠিত হবে।
প্রবাসী ভোটাধিকার: প্রথমবারের মতো প্রবাসীরা এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
‘না’ ভোট: ব্যালট পেপারে পুনরায় ‘না’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।
স্বচ্ছ ব্যালট বক্স: স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।
গুরুত্বপূর্ণ আচরণবিধি ও বিধিনিষেধ
প্রার্থী এবং সমর্থকদের জন্য কঠোর কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে:
পোস্টার ও লিখন: দেয়াল লিখন বা দেয়ালে পোস্টার লাগানো যাবে না। পোস্টার শুধুমাত্র দড়িতে ঝুলিয়ে প্রদর্শন করা যাবে।
তোরণ ও প্যান্ডেল: কোনো প্রকার তোরণ (গেট) নির্মাণ বা প্যান্ডেল করা যাবে না।
শোডাউন: ট্রাক, বাস, বা মোটরসাইকেল নিয়ে কোনো মিছিল বা শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
উস্কানিমূলক বক্তব্য: কোনো সাম্প্রদায়িক বা উস্কানিমূলক বক্তব্য প্রদান করা যাবে না।
অনুদান: নির্বাচন পূর্ব সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বা অন্য কোনো অনুদান দেওয়া যাবে না।
ধর্মীয় স্থান: মসজিদ, মন্দির বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনি প্রচারণা চালানো যাবে না।
প্রচারণার নতুন নিয়ম
ডিজিটাল প্রচারণা: সোশ্যাল মিডিয়ায় প্রচারণার অনুমতি আছে, তবে গুজব ছড়ানো যাবে না।
ক্রাউডফান্ডিং: প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্বাচনি তহবিল বা অর্থ সংগ্রহ করতে পারবেন (উৎস প্রকাশ সাপেক্ষে)।
পথসভা: পথসভা বা জনসভার অন্তত ২৪ ঘণ্টা আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।
শাস্তিমূলক ব্যবস্থা
আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের জেল অথবা ৫০,০০০ টাকা জরিমানা (অথবা উভয় দণ্ড) হতে পারে।
গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে।