মো আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক
নতুন সংগীতে দর্শক–শ্রোতাদের জন্য এলো রোমান্টিক মিউজিক ভিডিও ‘সেই মানুষটা তুমি’। সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার-সুরকার জসিম উদ্দিন আকাশ। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন মাসুদ টুটুল ও জান্নাত লাবন্য। সংগীতায়োজনে ছিলেন এ এইচ তূর্য্য, যিনি গানটিকে আধুনিক ও আবেগঘন আবহে সাজিয়েছেন।’সেই মানুষটা তুমি’ গানে মডেল হিসাবে কাজ করেছেন সোহান ও তিথী। গানটি ভিডিও পরিচালনা করেছেন এ এইচ তূর্য্য।
নতুন গানটি নিয়ে কণ্ঠশিল্পী জান্নাত লাবন্য বলেন,’সেই মানুষটা তুমি’ গানের কথাগুলো ভীষণ সুন্দর। মাসুদ টুটুলের সঙ্গে এটি আমার প্রথম কাজ, দুজনের রসায়নও বেশ ভালো ছিল। আশা করছি দর্শক–শ্রোতারা গানটি উপভোগ করবেন।
অন্যদিকে মাসুদ টুটুল জানান,গানের কথাগুলো খুবই মনের মতো। জান্নাত লাবন্য দারুণ গেয়েছেন। আমরা চেষ্টা করেছি শ্রোতাদের জন্য একটি সুন্দর গান উপহার দিতে। আশা করছি ‘সেই মানুষটা তুমি’ সবার ভালো লাগবে।
গীতিকার ও সুরকার জসিম উদ্দিন আকাশ বলেন,
“মাসুদ টুটুল ও জান্নাত লাবন্য দুজনেই গানটি মন দিয়ে গেয়েছেন। সময়ের চাহিদা ও শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। আশা করছি সবাই ‘সেই মানুষটা তুমি’ পছন্দ করবেন।
রোমান্টিক কথার সঙ্গে মেলোডিয়াস সুর ও সাবলীল গায়কীতে সাজানো এই গান ইতোমধ্যেই শ্রোতাদের নজর কাড়তে শুরু করেছে।