মো আবদুল করিম সোহাগ
ঢাকা
সাইফুল বারীর গীতিকথায় রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশ পেলো নতুন বাউল গান ‘গোপন কুটির’, সুর ও সংগীত করেছেন হাফিজ বাউলা।
গানটি দেহ-মনের মেলবন্ধন এবং বাউল আত্মার নিগূঢ় খোঁজকে কেন্দ্র করে তৈরি।
গীতিকবি সাইফুল বারী বলেন, “গানটি মানুষের ভিতরে থাকা আলোঝরা কুটির এবং বাউল আত্মার অন্তর্নিহিত অনুভূতিকে তুলে ধরেছে।”
হাফিজ বাউলা জানান, “সাইফুল ভাইয়ের কথাগুলোকে সঙ্গীতে রূপান্তর করা চ্যালেঞ্জিং হলেও, বাউল সঙ্গীতের মায়া ও গভীরতা ধরে রাখার চেষ্টা করেছি।”
কণ্ঠশিল্পী রাজু মন্ডল বলেন, “গানটি গাইতে গাইতে মনে হলো প্রতিটি সুর ও শব্দে বাউল জীবনের রহস্য লুকিয়ে আছে। আশা করি শ্রোতারা এটি অনুভব করবেন।”
গানটি রাজু মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরো ট্র্যাকসহ শোনা যাচ্ছে।