1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এক যুগ পর সিনেমায় ডলি জহুর - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর নিয়মিত নাটকে অভিনয় করলেও সিনেমায় বিরতি রেখেছিলেন। এবার তিনি দুটি সিনেমায় কাজ করছেন।

ঢাকা ও গাজীপুরে শুটিং শেষ হয়েছে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’র। দিয়া প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমার গল্প পারিবারিক এবং সম্পূর্ণ মৌলিক, বিদেশি কোনো সিনেমার অনুকরণ নয় বলে জানিয়েছেন নির্মাতা। ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন।

নির্মাতা আশা করছেন, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন। ‘ঝামেলা’তে আরো আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশুশিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ অনেকে।

শেষ অংশের শুটিং গতকাল বৃহস্পতিবার শুরু হয় এবং সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমার শুটিং পাবনায় শেষ অংশে চলছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ সারভাইভাল গল্পে আরো আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। সিনেমার বড় অংশ গত বছরের শেষদিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। ‘দম’-এর মুক্তি রোজার ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্সিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণ প্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন, যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট