মো: আলাউদ্দিন স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে সামাজিক সংগঠন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক–এর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘Pahartali 10K Challenge’ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সকালে শুরু হওয়া ১০ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ-তরুণী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রতিযোগিতা নির্বিঘ্নে শেষ হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সুস্থ ও ইতিবাচক জীবনচর্চার প্রতি উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি এলাকার সামাজিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়াভিত্তিক সামাজিক উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও পাহাড়তলীতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সফল আয়োজনের মধ্য দিয়ে ‘Pahartali 10K Challenge’ পাহাড়তলী এলাকার সামাজিক ও ক্রীড়া অঙ্গনে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।