1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাহাড়তলীতে সেচ্ছাসেবকদের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘Pahartali 10K Challenge’ - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পাহাড়তলীতে সেচ্ছাসেবকদের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘Pahartali 10K Challenge’

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মো: আলাউদ্দিন স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে সামাজিক সংগঠন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক–এর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘Pahartali 10K Challenge’ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সকালে শুরু হওয়া ১০ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ-তরুণী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রতিযোগিতা নির্বিঘ্নে শেষ হয়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সুস্থ ও ইতিবাচক জীবনচর্চার প্রতি উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি এলাকার সামাজিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়াভিত্তিক সামাজিক উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও পাহাড়তলীতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

সফল আয়োজনের মধ্য দিয়ে ‘Pahartali 10K Challenge’ পাহাড়তলী এলাকার সামাজিক ও ক্রীড়া অঙ্গনে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট