মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘সৃজনশিখা’-র উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার(১৬ জানুয়ারী) সকালে বেনাপোল বাজার ও সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা নুরুজ্জামান লিটন।
সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয়। এতে ‘সৃজনশিখা’ সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কাব-স্কাউট দলের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানকালে রাস্তার ধারের ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য অনুরোধ জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন বলেন:
একটি আদর্শ ও সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। ‘সৃজনশিখা’র এই তরুণরা আজ যে দৃষ্টান্ত স্থাপন করল, তা বেনাপোলবাসীর জন্য অনুপ্রেরণা। আমি আশা করি, প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবেন। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবসময় পাশে থাকবেন।
কর্মসূচিটি পরিচালনা করেন সৃজনশিখা সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম এবং “সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা সভাপতি- নাজমুল হুমাইন জয়।
কর্মসূচিতে অংশ নেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শহরকে সুন্দর রাখতে তারা নিয়মিত এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ চালিয়ে যেতে চান। বেনাপোলের ব্যবসায়ীরা এবং পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পৌরসভাকে আরও পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের আহ্বান জানিয়েছেন।