1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতকালীন ভ্রমণ, সৃষ্টিতে খুঁজি স্রষ্টাকে - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শীতকালীন ভ্রমণ, সৃষ্টিতে খুঁজি স্রষ্টাকে

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আব্দুস সাত্তার সুমন

আল্লাহতায়ালা আমাদের একটি খুব সুন্দর পৃথিবী তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীতে আছে উঁচু উঁচু পাহাড়, নীল নীল সমুদ্র, সবুজ মাঠ, ঘন বন, রঙিন ফুল, নানা জাতের পশুপাখি এবং বিভিন্ন ধরনের মানুষ। আল্লাহতায়ালা চান আমরা শুধু এক জায়গায় বসে না থেকে, তাঁর তৈরি এই সুন্দর পৃথিবী ঘুরে দেখি, শিখি এবং চিন্তা করি। ভ্রমণ মানে শুধু বেড়াতে যাওয়া নয়। ভ্রমণ মানে হলো দেখে শেখা, বুঝে নেওয়া এবং আল্লাহকে আরো ভালোভাবে চেনা।

কোরআনে ভ্রমণের কথা কেন বলা হয়েছে? আল্লাহতায়ালা পবিত্র কোরআনে আমাদের স্পষ্টভাবে বলেছেন পৃথিবীতে ঘুরে দেখতে। ‘বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, আল্লাহ কীভাবে সৃষ্টি শুরু করেছেন।’ (সুরা আল-আনকাবুত : ২০) এই আয়াতটি আমাদের শেখায় ভ্রমণ করলে আমরা শুধু আনন্দই পাই না, বরং আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে পারি।

পাহাড় দেখে আমরা কী শিখি?

যখন আমরা পাহাড়ে যাই, দেখি বিশাল বড় বড় পাহাড় এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঝড়, বৃষ্টি, রোদ-সবকিছু সহ্য করেও পাহাড় নড়ে না। তখন আমরা বুঝতে পারি আল্লাহ কত শক্তিশালী। ‘আমি পাহাড়কে করেছি পৃথিবীর খুঁটি।’ (সুরা আন-নাবা : ৭) পাহাড় আমাদের শেখায় জীবনে শক্ত ও ধৈর্যশীল হতে হবে।

সমুদ্র আমাদের কী শিক্ষা দেয়?

সমুদ্র খুব বড়, গভীর এবং রহস্যময়। তার ঢেউ কখনো শান্ত, কখনো খুব শক্তিশালী। কিন্তু এত বড় সমুদ্রও আল্লাহর আদেশ ছাড়া এক পা এগোতে পারে না। ‘তিনিই সমুদ্রকে মানুষের অধীন করে দিয়েছেন।’ (সুরা আল-জাসিয়া : ১২) সমুদ্র দেখে আমরা শিখি আমরা যত বড়ই হই না কেন, আল্লাহর সামনে সবাই ছোট।

বন, গাছপালা ও ফুলের শিক্ষা

বনে গেলে আমরা দেখি কেউ পানি দিচ্ছে না, কেউ পরিচর্যা করছে না, তবু গাছ বড় হচ্ছে, ফুল ফুটছে ও ফল ধরছে। আল্লাহ নিজেই তাদের রিজিক দিচ্ছেন। ‘পৃথিবীর সবকিছু আল্লাহর প্রশংসা করে।’ (সুরা আল-ইসরা : ৪৪) গাছপালা আমাদের শেখায় চুপচাপ থেকেও ভালো কাজ করা যায়।

পশুপাখি আমাদের কী শেখায়?

পাখিরা সকালে বাসা ছেড়ে খাবারের খোঁজে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তারা কালকের চিন্তা করে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর সত্যিকারভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন।’ (তিরমিজি : ২৩৪৪) পশুপাখি আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রাখতে।

ভিন্ন মানুষ ও ভিন্ন সংস্কৃতির সঙ্গে দেখা

ভ্রমণে গেলে আমরা দেখি সব মানুষ আমাদের মতো নয়। কারো ভাষা আলাদা, পোশাক আলাদা, খাবার আলাদা। কিন্তু সবাই আল্লাহর সৃষ্টি। ‘আমি তোমাদের সৃষ্টি করেছি যেন তোমরা একে অন্যকে চিনতে পারো।’ (সুরা আল-হুজুরাত : ১৩) ভ্রমণ আমাদের শেখায় সব মানুষকে সম্মান করতে।

ভ্রমণ কেন করব? এর সুফল কী?

১. আল্লাহকে ভালোভাবে চেনা যায়।

২. ইমান শক্ত হয়।

৩. মন ভালো থাকে।

৪. জ্ঞান বাড়ে।

৫. অহংকার কমে।

৬. আখিরাতের কথা মনে পড়ে। ‘এই পৃথিবীর সবকিছু একদিন শেষ হয়ে যাবে।’ (সুরা আর-রহমান : ২৬)

রাসুল (সা.)-এর ভ্রমণ শিক্ষা

রাসুলুল্লাহ (সা.) সফর করেছেন, হিজরত করেছেন, মানুষকে চিনেছেন। ‘ভ্রমণ কষ্টের একটি অংশ।’ (বুখারি : ১৮০৪) এই হাদিস আমাদের শেখায় কষ্ট থাকলেও ভ্রমণ শিক্ষামূলক।

শেষ কথা : ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়। ভ্রমণ মানে আল্লাহর সৃষ্টি দেখে শিক্ষা নেওয়া। পাহাড়, সমুদ্র, বন ও মানুষ-সবকিছু আল্লাহর নিদর্শন। ভ্রমণ করলে আমরা ছোট হই, আল্লাহ বড় হন। ভ্রমণ আমাদের মানুষ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট