জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারী) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি, এর দিক নির্দেশনায় মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হক এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট নামক এলাকা থেকে মালিকবিহীন ৬৮ টুকরা (৮৯.১১ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
আটককৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পয়ষট্টি টাকা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।