1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচনী নিরাপত্তায় ৪১৮ ড্রোন ব্যবহার করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা - সংবাদ এইসময়
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ব্যাটারির দোকানের তালা কেটে ৭ লাখ টাকার মালামাল চু/রি নির্বাচনী নিরাপত্তায় ৪১৮ ড্রোন ব্যবহার করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’ মানসিক ভারসাম্যহীন নারী চরিত্রে কেয়া পায়েল দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল অটোরিকশার চালক এবং মালিকগণ বাড্ডা ফুজি টাওয়ারের সামনে রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন তুমি কোনো রাজার ছেলে নও—তবু তোমার সাহস রাজাদের মতো সার্ক প্রতিষ্ঠা: আঞ্চলিক অগ্রগতিতে জিয়ার দূরদর্শী চিন্তার প্রতিফলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী ‘স্বপ্ন’ এখন নাঙ্গলকোট বাজারের লাকসাম রোডে

নির্বাচনী নিরাপত্তায় ৪১৮ ড্রোন ব্যবহার করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী নিরাপত্তায় ৪১৮ ড্রোন ব্যবহার করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৪১৮টি ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এদিন আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, নির্বাচনী সমন্বয় সেল, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে গৃহীত পদক্ষেপ, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২–এর অগ্রগতি, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক হলো ড্রোনের ব্যবহার। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর ২০০টি, নৌবাহিনীর ১৬টি, বিজিবির ১০০টি, পুলিশের ৫০টি, কোস্ট গার্ডের ২০টি, র‌্যাবের ১৬টি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬টি ড্রোন সমন্বিতভাবে ব্যবহার করা হবে। এ ছাড়া নির্বাচনী নিরাপত্তা ও সুরক্ষায় বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াডও মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬ ব্যবহার করা হবে, যা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার প্রস্তুত করেছে। এ অ্যাপের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোলরুম যুক্ত থাকবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা যাবে।

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে এমন যেকোনো অপতৎপরতা অন্তর্বর্তী সরকার কঠোরভাবে দমন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট