জোবায়ের সোহাগ, শেরপুর
শেরপুরের নকলা পৌরশহরের থানা রোডে ‘মেসার্স সাদিব ট্রেডার্স’ নামে একটি ব্যাটারির দোকানের সাটারের তালা কেটে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ব্যাটারি চুরি হয়েছে।
রবিবার ( ১৮ জানুয়ারি) রাতে ওই ঘটনা ঘটে। নকলা পুলিশ স্টেশন থেকে মাত্র ২০০ গজ দূরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এমন একটি চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মেসার্স সাদিব ট্রেডার্সের স্বত্বাধিকারীর এনামুল হক জানান রবিবার রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে সাটারে তালা লাগিয়ে বাসায় চলে যাই। পরদিন সোমবার সকাল পৌনে ১০টার দিকে পাশের দোকানীর ফোন পেয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসি এবং দোকানের সাটার অর্ধখোলা অবস্থায় দেখে ভিতরে প্রবেশ করে চুরির বিষয়টি বুঝতে পারি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান কাটিং মেশিন দিয়ে দোকানের সাটারের তালা কেটে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। রাত প্রায় ২টা পর্যন্ত ওই এলাকায় লোকজনের যাতায়াত থাকে। সুতরাং চুরির ঘটনাটি রাত ২টা থেকে ভোররাতের কোন একসময় ঘটে থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছি আমরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান বেশ কিছুদিন ধরে রাতের বেলা নকলা পৌরশহরের বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনা ঘটছে। বেশকিছু বাসাবাড়িতে দরজার তালা ভেঙে, বারান্দার গ্রিল কেটে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে থানায় একাধিক মামলা হলেও পুলিশ অপরাধীদের সনাক্ত কিংবা চুরি হওয়া স্বর্ণালংকার, মোটরসাইকেল ও টাকা উদ্ধার করতে পারেনি।
নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলম নির্বাচনী কাজে ময়মনসিংহে অবস্থান করায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।