মো আবদুল করিম সোহাগ
ঢাকা
পাকিস্তানের পেশওয়ার থেকে বাংলাদেশের ঢাকায় এসে হয়ে উঠলেন দেশ সেরা চলচ্চিত্রে নৃত্য পরিচালক, তবে অভিনয়ের ছিল চির মনোবাসনা। আর তাই তো যখনই সুযোগ এসেছে তখনই হয়ে উঠেছিলেন নরম গরম ছবির বাঁশিওয়ালা কিংবা নিশান ছবির কালু!
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আর নে/ই। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃ/শ্বা/স ত্যা/গ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃ/ত্যু/কা/লে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।’
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, পুরো চলচ্চিত্র ক্যারিয়ারে জাতীয় পুরস্কার পাওয়া হয় নি উনার। সর্বশেষ ২০২৩ সালের জাতীয় পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়ার কথা উঠলেও এখনো ঘোষণা করা হয় নি।