জিহাদুল ইসলাম জিহাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) বিএনপি তাদের অফিসিয়াল নির্বাচনি থিম সং উদ্বোধন করতে যাচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন থিম সংয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা, রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, থিম সংটি মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী রাজনৈতিক ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে রাষ্ট্র পরিচালনার সম্ভাব্য দিকনির্দেশনাও উপস্থাপন করা হবে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আনুষ্ঠানিকভাবে থিম সংয়ের উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই থিম সংয়ের মাধ্যমে বিএনপি তাদের প্রার্থীদের প্রচারণা জোরদার করার পাশাপাশি দলীয় ভিশন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।