মো আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক
এক অনন্য নাম
জুয়েল আইচ বাংলাদেশের অন্যতম জনপ্রিয়, প্রভাবশালী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাদুশিল্পী। তিনি শুধু একজন জাদুকর নন—তিনি একজন সংস্কৃতিক দূত, অনুপ্রেরণাদায়ী শিল্পী ও মানবিক মানুষ হিসেবেও সমাদৃত।
বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা জাতীয় চলচ্চিত্র একুশে পদক। এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও শিল্পে অবদানের উজ্জ্বল স্বীকৃতি।
দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে সাফল্যের সঙ্গে জাদু পরিবেশন করে তিনি বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে গর্বের সঙ্গে তুলে ধরেছেন। তাঁর প্রতিটি পরিবেশনা কেবল বিনোদন নয়—বরং চিন্তা, নৈতিকতা ও মানবিকতার বার্তায় সমৃদ্ধ।
জাদুশিল্পী জুয়েল আইচ সত্যিই এক অনন্য নাম—যিনি প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার আলো ছড়িয়ে যাচ্ছেন।