মোঃ সোলায়মান গনি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক ঘোষণার পরপরই উলিপুরজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।
রিটার্নিং অফিসের তথ্যমতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী পেয়েছেন বহুল পরিচিত দাঁড়িপাল্লা প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তাজবির উল ইসলাম নির্বাচন করবেন ধানের শীষ প্রতীক নিয়ে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. আক্কাস আলী সরকার পেয়েছেন হাতপাখা প্রতীক।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহানকে বরাদ্দ দেওয়া হয়েছে লাঙ্গল প্রতীক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী নুর এরশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাক প্রতীক নিয়ে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। উলিপুরের গ্রাম থেকে শুরু করে শহরের অলিগলি—সবখানেই পোস্টার, ব্যানার ও গণসংযোগে মুখর হয়ে উঠছে ভোটের মাঠ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি।