মো আবদুল করিম সোহাগ
ঢাকা
প্রাণীদের প্রতি মমত্ববোধ ও সচেতনতা তৈরীর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হলো 1st Pet Carnival।
কার্ণিভালে বিভিন্ন বয়সের Pet lover তাদের পোষা প্রাণী নিয়ে উপস্থিত হন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় প্রাণীদের খাবারের প্রতিযোগিতা ও Ramp Walk সেশন।
রেজিস্ট্রেশন কৃত প্রাণীর জন্য ছিলো খাবার উপহার, পাশাপাশি হলের বিড়ালগুলোর জন্য খাবার ও শেল্টারবক্স প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
পেট কার্নিভাল পরিদর্শন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান সহ ডাকসুর অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের একপর্বে পরিদর্শন করতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কার্নিভাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ড. আব্দুল আজিজ আল মামুন, প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মোস্তফা কামাল।
পেট কার্নিভাল আয়োজন ও পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। বাস্তবায়ন সহযোগী হিসেবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য সাদিক মুনেম সহ বিভিন্ন হল প্রতিনিধি ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।