জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকের বিরুদ্ধে এক বড়সড় অভিযানে সফলতা পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে আপন দুই বোন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুই বোন হলেন— কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের মেয়ে ইতি আক্তার (২৫) এবং কাকলী আক্তার (৩৬)।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমারভোগ এলাকায় মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ ডিবির একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ইতি ও কাকলীকে আটক করা হয়। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তাদের তল্লাশি করা হলে, তাদের কাছে থাকা তিনটি নীল রঙের জিপার প্যাকেট থেকে মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতেই মাদকগুলো জব্দ তালিকাভুক্ত করে পুলিশ।
জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, আটককৃত দুই বোন দীর্ঘদিন ধরে গোপনে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।