বিশেষ প্রতিবেদন।
সলিমপুর ফকিরহাট ৬নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম শফিউল আলম সাবেক ইউপি মেম্বারের ১১০ বছরের বসত ভিটায় যুবদল কর্মী মিনহাজ ও যুবলীগের কর্মী ভূমিদস্যু হিসেবে পরিচিত শরীফের নেতৃত্বে হামলা করে নারীদের কে মারধর করে বের করে দেয় এবং তারা সেখানে ২ দিন যাবত রাত যাপন করছে। অসহায় পরিবারের ছেলে ফয়সাল আলম বাবলু ও সালাউদ্দিন বলেন এই ভিটা আমাদের ১১০ বছরের এই জায়গাতে আমার বাবার নানীর জন্ম আমার বাবাদের মায়ের জন্ম আমার দাদা দাদীর দাম্পত্য জীবন শুরু হয় এখান থেকে থেকে আমার বাবা চাচা ফুফুদের জন্ম আমাদের জন্ম আমার বাচ্চাদের জন্ম আবার আমার বাচ্চাদের ছেলে মেয়েদের বাচ্চারাও জন্ম এখানে আমরা আজীবন একসাথে মিলেমিশে বসবাস করেছি কোনোদিন মারামারি মামলা মোকদ্দমা হয়নি আমরা সবাই আন্তরিক ছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশ গনতান্ত্রিক দেশ তাই রাজনীতি একটা দল করতে হয় আমরা আওয়ামীলীগের সমর্থক ছিলাম তাই ৫ আগস্ট আমাদের ঘরে হামলা হয় তারপর বারে বারে অনেকবার হামলা করেছে আমাদের নাগরিক সকল সেবা বন্ধ করে দিয়েছে কিন্তু সর্বশেষ ২৫ অক্টোবর দুপুর ২ টা হতে আমার মা চাচীদেরকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে সমস্ত মালামাল লুট করে ঘরের সমস্ত ইট খুলে বিক্রি করে তাদের নিজেদের মত করে ঘর সাজিয়ে তারা থাকা শুরু করেছে এমন বর্বর মানুষ আমরা আমাদের কেউ দেখিনি এই মিনহাজ ও শরীফের বর্বরতা সব ইতিহাস হার মেনেছে তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের ১১০ বছরের ভিটা ফিরে পেতে চাই আর যুবদল কর্মী মিনহাজ ও যুবলীগ কর্মী শরীফের শাস্তি চাই