1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর: কায়সার কামাল - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রতিকার বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর: কায়সার কামাল গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী সামাজিক সম্পর্ক সুস্থতা বাড়ায়, অকাল মৃত্যুর ঝুঁকি কমায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ ঘুরে আসতে পারেন সবুজ পাহাড়ের কোলে নীল পানিরাশির কাপ্তাই লেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত আজও ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর: কায়সার কামাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার সুর প্রতিধ্বনিত হচ্ছে।

বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই গুরুতর অভিযোগ করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি দেশের তিনটি মূল স্তম্ভের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা প্রকাশ্যে না দিয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে ‘বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ’(প্রিভিলেজড কমিউনিকেশন) হিসেবে পৌঁছানো উচিত ছিল।

তিনি মনে করেন, এমন স্পর্শকাতর বিষয় জনসম্মুখে প্রকাশ করার পেছনে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকতে পারে। ন্যায়বিচার প্রদানকারী বিচার বিভাগকে নিয়ে তির্যক মন্তব্য করাটা মোটেই সমীচীন হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিচার বিভাগ যখন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় আইন উপদেষ্টার এই ধরনের মন্তব্য নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে আদৌ স্বাধীন করতে চায় কি না, সে বিষয়ে আইনজীবীদের মধ্যে সন্দেহ ও শঙ্কা সৃষ্টি করেছে।

কায়সার কামাল জোর দিয়ে বলেন, আসিফ নজরুলের বক্তব্যে ফ্যাসিস্ট সরকারগুলো বিচার বিভাগ সম্পর্কে যে ভাষায় কথা বলত, সেই সুরই শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

আইনজীবীরা অনুরোধ করছেন, আইন উপদেষ্টা হিসেবে তিনি তার গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলবেন এবং জুডিশিয়ারি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার আগে প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট