1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঐকমত্য কমিশনের সুপারিশে ক্ষুব্ধ বিএনপি: ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা’ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

ঐকমত্য কমিশনের সুপারিশে ক্ষুব্ধ বিএনপি: ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে


ঐকমত্য কমিশনের সাম্প্রতিক সুপারিশকে ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, এই কমিশনের প্রস্তাবের মাধ্যমে চলতি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশনের পদক্ষেপের ফলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মূল স্টেকহোল্ডারদের মধ্যে পারস্পরিক আস্থা ও সংলাপের জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরও মনে করছেন, এসব উদ্যোগের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সঠিক সময়ে না করার অপচেষ্টা চলছে।

দলটির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “আমরা এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ঐকমত্য কমিশন, সরকার এবং আরও দু-একটি রাজনৈতিক দল একই পক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্যই এ ধরনের পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

বিএনপি জানিয়েছে, তারা ঐকমত্য কমিশনের এই সুপারিশ ও কার্যক্রমের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেবে এবং জনগণকে সত্য জানাতে সারাদেশে প্রচার কার্যক্রম চালাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট