1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা - সংবাদ এইসময়
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন সোমবার রাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

রুবাবা দৌলা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

ক্রীড়াঙ্গনেও রুবাবা দৌলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

বিশেষ করে, ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটি শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন এবং বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট