মোঃ আজাদ আলী পাঁচবিবি জয়পুরহাট
গত ২০২৪ শের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন পাঁচবিবি উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।
৭ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে গিয়ে শহীদ বিশালের কবরের পাশে দাঁড়িয়ে তার আত্বার মাগফেরাত কামনা করেন তিনি । পরে বিশালের মা-বাবার সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন , আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে । এসময়
উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ । শুভেচ্ছা উপহার হিসেবে বিশালের বাবা মার হাতে কিছু ফল সামগ্রী প্রদান করেন তিনি ।