মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষ থেকে উলিপুর উপজেলার দোকানদার ভাইদের জন্য চাবির রিং এবং ইমাম মহোদয়দের জন্য “নির্বাচনে ভোট: ইসলামী শরী’আর বিধান” শীর্ষক বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উলিপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর এ্যাডভোকেট কামাল কবির লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মাওলানা মাহাফুজার রহমান।
উল্লেখ্য, দোকানদার ও ইমাম মহোদয়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এ উপহার সামগ্রীগুলো পরবর্তীতে উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হবে।
বক্তারা বলেন, আগাম নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইসলামী দৃষ্টিকোণ তুলে ধরতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও এই কর্মসূচি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।