মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট ।
জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি পৌরসভার বিভিন্ন মসজিদ, মন্দির , ক্লাব ও মাহফিলে নিয়মিত অনুদান প্রদান করছেন মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল । এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর জুমার নামাজে শেষে পাঁচবিবি পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব সীতাপাড়া বাগে জান্নাত জামে মসজিদের উন্নয়নকল্পে সহযোগিতা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি । মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গেলাম মোস্তফা মসজিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে শামীম প্রয়োজনে আরো সহায়তার আশ্বাস দেন। নামাজ শেষে তিনি তার নিজস্ব অর্থায়নে নির্মিত পূর্ব সীতাপাড়া পুকুরপাড়ের গাইড ওয়াল পরিদর্শন করেন। এসময় উক্ত স্হানে পুকুর পাড় এলাকার মানুষ চলাচলের জন্য রাস্তা তৈরি করে দিবার কথাও বলেন । তারুন্যদীপ্ত তরুন এ নেতার উদার কর্মকাণ্ডের জন্য এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ।