মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট।
জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখা ছাত্র শিবিরের উদ্যোগে জয়পুরহাট জেলা শিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশ- ২০২৫ জাঁক জমক ভাবে অনুষ্ঠিত হয়েছে ।
১৫ নভেম্বর সকাল ৯টায় জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের আয়োজনে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । শিবিরের এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শিবিরের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম । সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মন্জুরুল ইসলাম। জেলার সাবেক সকল সভাপতি ও সেক্রেটারিরদের পরিচিতি শেষে জেলা শিবির সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি তারেক রহমান । অন্যান্যদের মধ্যে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন জেলার প্রথম শিবির সভাপতি আব্দুস সবুর , সাবেক মহকুমা সভাপতি প্রবীন আইনজীবী আব্দুল মমিন ফকির, জয়পুরহাট জেলা আমির ও আগামী নির্বাচনে ১ আসনে মনোনীত প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাইদ, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান , সাবেক সভাপতি আবু জার গিফারী, সাবেক সভাপতি ও জয়পুরহাট ২ আসনের সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ , সাবেক সভাপতি আহমুদুল্লাহ প্রমূখ । পরে ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সংগীত ও নাটিকা পরিবেশন করে ।