বিনোদন রিপোর্টার
বিজরী বরকতউল্লাহ বাংলাদেশের একজন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। বহুবিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে যেমন তিনি জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি বহু নাটকে অভিনয় করেও তিনি পেয়েছেন দর্শকের ভালোবাসা।
এরইমধ্যে বিজরী জানালেন তিনি একটি সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তবে সিনেমার টিম থেকে আপাতত এই বিষয়ে বিস্তারিত বলা নিষেধ আছে বিধায় তিনি আপাতত সিনেমাটির বিষয়ে বিষদ কিছু জানাতে পারছেন না। তবে সিনেমাটিতে কাজ করে তিনি ভীষণ খুশী। কারণ তার অভিনীত চরিত্রটি তার ভীষণ পছন্দ হয়েছে। সিনেমাটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী। কিছুদিনের মধ্যেই সিনেমাটির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সবাই।
অন্যদিকে গেল ১৫ নভেম্বর ছিল বিজরী বরকতউল্লাহ’র জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে তার স্বামী জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার তাকে নিয়ে থাইল্যান্ড যান। সেখানেই বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেন দিনার। উদযাপন শেষে নিজেদের মতো করে সময় কাটিয়ে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন বিজরী-দিনার।
জন্মদিন ও সিনেমাতে অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, ‘এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করেছি, আর এর জন্য পুরোটা ক্রেডিটই দিনারের। কারণ তারই আগ্রহে এবার কিছুটা দিন আমরা থাইল্যান্ডে নিজেদের মতো সময় কাটাতে পারছি। আমি আগেও বলেছি-দিনার খুব সুন্দর মনের একজন মানুষ। খুব সাধারণ জীবন যাপনে সে অভ্যস্ত এবং স্পষ্টবাদী। তার বিশেষ এই গুণগুলো আমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিলো। এখনো দিনার ঠিক তাই। আর এরইমধ্যে আমি একটি সিনেমাতেও অভিনয় করেছি। আপাতত এর বেশি কিছু বলতে পারছিনা। তবে সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী।’
মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে বাচ্চাদের অনুষ্ঠানে ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করান বিজরী। তবে ১৯৮৮ সালে ক্লাশ সিক্সে পড়ার সময় অভিনেত্রী, লেখক জাহানারা ইমামের-এর আগ্রহে ‘সুখের ছাড়পত্র’ নাটকে অভিনয় করে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে ছোটপর্দায় অভিষেক ঘটান। নাটকটি প্রযোজনা করেছিলেন তারই বাবা বরকতউল্লাহ। নাটকটি বিটিভিতে প্রচার হবার পর বিজরী‘র মুখের ‘ওহ বয়’ সংলাপটি সে সময় বেশ জনপ্রিয়তা পায়।
১৯৯৩ সালে পরিণত বয়সে বিজরী প্রথম অভিনয় করেন ধারাবাহিক নাটক ‘ কোথাও কেউ নেই’ তে। প্যাকেজ নাটকে বিজরী প্রথম অভিনয় করেন আব্দুস সাত্তার পরিচালত ‘ মেঘ কালো’ নাটকে।