বিনোদন প্রতিবেদক
শবনম বুবলী। ছবি: সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। একের পর এক কাজ করে হয়ে উঠেছেন জনপ্রিয়। শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হিসেবে ঢালিউডে অভিষেক হয় তার। বর্তমানে ঢালিউডের অন্যতম নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিছু দিন আগেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।
বর্তমানে জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও লাজুক নির্মিত ‘শাপলা শালুক’ সিনেমার গানসহ কিছু দৃশ্যের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া আরও নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই তারকা নায়িকা। সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। এটি নির্মাণ করবেন জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে কাজ করবেন চিত্রনায়ক আদর আজাদ।
এবার বুবলী বৃদ্ধাশ্রমে দিন কাটাবেন। তবে এটি অভিনয়ের প্রয়োজনে নয়। আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবারের মতো এবারও জন্মদিন যথারীতি তার বাবা-মা ও একমাত্র সন্তান শেহজাদসহ পরিবারের অন্যদের সঙ্গেই সময় কাটবে। তবে এই জন্মদিনটা বুবলীর কাছে একটু বিশেষ। কারণ জন্মদিনে দুপুরে তিনি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে সময় কাটাবেন। বৃদ্ধাশ্রমে বসবাসরত মানুষদের সঙ্গে কেক কাটার পাশাপাশি দুপুরের খাবার খাবেন। এ ছাড়া প্রত্যেকের জন্য আলাদা উপহার দেবেন এই চিত্রনায়িকা।
বুবলী বলেন, ‘সত্যি বলতে কি আমার জন্মদিন আসার আগে থেকেই দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত দর্শকের শুভেচ্ছায় সিক্ত হই প্রতি মুহূর্তেই। বিশেষ করে জন্মদিনের দিন এত শুভেচ্ছা আসতে থাকে যে প্রত্যেকের শুভেচ্ছা বার্তার আলাদা করে উত্তর দেওয়া কঠিনই হয়ে পড়ে। তবে এটা সত্যি প্রত্যেকটা বার্তাই আমি মন দিয়ে পড়ি, আমার প্রতি আমার ভক্ত দর্শকের ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করে তোলে।
এবারের জন্মদিন পরিবারের সঙ্গেই কাটবে। তবে দুপুরের সময়টা আমি বৃদ্ধাশ্রমে কাটাতে চাই সিনিয়র সিটিজেনদের সঙ্গে। কারণ আমিতো জন্মদিনে বিশেষ উপহার পেয়ে থাকি। আমি সেসব সিনিয়র সিটিজেনদের জন্য কিছু উপহার নিয়ে যেতে চাই এবং তাদের সঙ্গে কেক কাটা, দুপুরে খাওয়াসহ অনেকটা সময় গল্প আড্ডায় মেতে থাকতে চাই।
মানুষের তো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা, স্নেহ পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়েরা আছেন তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিলাম। আর সেই সব বাবা-মায়েদের কাছ থেকে একটু দোয়া নিয়ে এলাম।’