বিনোদন রিপোর্টার
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবার আসছেন ‘প্রিন্স’ হয়ে। তার এ সিনেমার নায়িকা নিয়ে জল্পনা আর গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন থেকেই। এবার সেটির অবসান ঘটেছে। জানা গেছে কে হচ্ছেন তার প্রিন্সেস। ‘প্রিন্স’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান নায়িকা হিসেবে অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম ঘোষণা করেছে। ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রীও সাকিবের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকার কথা বলেছেন। সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’।
তাদের ফেসবুকে শনিবার এক পোস্টে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ সঙ্গে শুরু হলো তার নতুন পথচলা। একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা হলো।’
পোস্টটি তার ফেসবুকে শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘হৃদয় ভরা ভালোবাসা, ‘প্রিন্স’ সিনেমার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।’ এর আগে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের বিপরীতে কলকাতা থেকে থাকছেন রুক্মিণী মৈত্র ও ইধিকা পাল।
পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় আগামী ঈদে আসতে পারে ‘প্রিন্স’ সিনেমা। সিনেমার চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধ জগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও। এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসÑএই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন।
পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন। সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে এবং আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে সিনেমার কাজ এগোবে।