মাহবুব হাসান ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কারী ইব্রাহিম আল হাদী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, নেতা মুহাম্মদ মফিজুর রহমান প্রমুখ।সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।