1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে নওগাঁ সদর ০৫ আসনের জামায়াতের প্রার্থীর বিশাল শোডাউন - সংবাদ এইসময়
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে নওগাঁ সদর ০৫ আসনের জামায়াতের প্রার্থীর বিশাল শোডাউন

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে নওগাঁ সদর-০৫ আসনে রাজনৈতিক মহলে নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে শনিবার সকালে নওগাঁ শহরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল র‍্যালী। শহরের মুক্তির মোড় সংলগ্ন এটিএম মাঠ থেকে শুরু হওয়া এ র‍্যালীতে প্রায় হাজার খানেক মোটরসাইকেল অংশ নেয়।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কির্ত্তীপুর,বক্তারপুর এবং বর্ষাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদিক্ষণ শেষে পুনরায় শহরে এসে শেষ হয়। পুরো রুটে অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ভিড় র‍্যালীতে আনন্দ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামের সেক্রেটারি এ্যাডভোকেট আ. স. ম. সায়েম, যিনি নওগাঁ সদর-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। র‍্যালীতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠন ছাত্র শিবিরসহ বিপুল সংখ্যক সমর্থক যোগ দেয়।

আ স ম সায়েম বলেন, এটি ছিল আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি ও সমর্থন প্রচারণা প্রদর্শনের প্রক্রিয়ার অংশ। তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে র‍্যালী সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করছেন।

র‍্যালী কেন্দ্র করে পুরো এলাকায় ছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আ স ম সায়েম বলেন, ‘অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-০৫ সদর নতুন ভাবে নতুন আঙ্গিকে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক বন্ধু হতে চাই।

তিনি আরও বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, সম অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট