অনলাইন ডেস্ক
ত্বকের যত্নে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। অনেক সময় নিয়মিত, ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িংয়ে ত্বক ভালো রাখলেও কালো ছোপ উঠতে চায় না। এতে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে কোনো অনুষ্ঠান যাওয়ার আগে ত্বকের কালচে দাগ নিতে ভাবনায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করতে পারেন ফেস মাস্ক। এতে ত্বক হয়ে উঠবে ঝকঝকে।
যা যা দরকার-
ময়দা: ত্বকের ময়লা পরিষ্কার করতে, মরা কোষ ঝরিয়ে দিতে সাহায্য করে।
বেসন: মুখের তেল-ময়লা তুলতে সাহায্য করে বেসন। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক না থাকায় এতে ত্বকের ক্ষতিও হয় না।
গোলাপজল: ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গোলপজল।
গ্লিসারিন: ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে এবং ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
হলুদ: এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে।
কী ভাবে বানাবেন?
আধ চা-চামচ ময়দার সঙ্গে আধ চা-চামচ বেসন, হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এখন ১ টেবিল চামচ গোলাপজল এবং আধ চা-চামচ গ্লিসারিন খুব ভাল করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।
ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে মিশ্রণটি মুখে মেখে রাখুন ১৫ মিনিট। তার পর পানির ঝাপটা দিয়ে ধুয়ে নিন। হালকা হাতে মাসাজ করে মিশ্রণটি তুলে ফেলুন। একবার মাস্কটি ব্যবহার করলেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই মাস্কের ব্যবহার করলে মুখের কালচে ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল দেখাবে।