সংবাদ এই সময় ডেস্ক
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনে ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রওনা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদুল খালিদ ঢাকা টাইমসকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায়। আগুন নেভাতে আমাদের ১১টি ইউনিট রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।