জিহাদুল ইসলাম ( জিহাদ) ঢাকা
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “নিরাপদ সমাজ গড়তে সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী ও শিশুরা মুক্ত হাওয়ায় অবাধে চলতে পারবে।”
মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে ‘প্রান্তিক প্রতিবন্ধী, নারী ও শিশুর সুরক্ষায় জনতার কাতারে সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর এক ঐতিহাসিক প্রয়াস। তরুণদের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, নতুন আইন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে দেশের কাঠামোগত পরিবর্তনে কাজ করছে। জুলাইয়ের চেতনায় একটি নিরাপদ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে ‘নারী-শিশুর নিরাপত্তা ও নতুন সামাজিক চুক্তি’ শীর্ষক তারুণ্যের শপথ পাঠ করা হয়। এ আয়োজন করে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তর, নিরাপদ অ্যালায়েন্স ও টিন–এক্স বাংলাদেশ।