জিহাদুল ইসলাম(জিহাদ)
স্টাফ রিপোর্টার (ঢাকা )
কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও এলডিডিপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে “সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত” সকল ছাত্র/ছাত্রী এবং “গাবেরতল হুফ্ফাজুল কোরআন জিয়া উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার” শিক্ষার্থীদের মাঝে ২০০ মি.লি. (প্যাকেটজাত) দুধ বিতরণ করা হয়েছে। দুধের প্যাকেট হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। শিক্ষক-অভিভাবকেরাও এ উদ্যোগ নেওয়ার কারণে অত্যন্ত প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিশুদের পুষ্টি, দুধের গুণাগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক বিকাশে দুধের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. সায়েদুজ্জামান খোরশেদ, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট আব্দুর রহিম, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট রেজওয়ানুল ইসলাম, সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা সুলতানাসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী বলেন, দুধের পুষ্টিগুণ, শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে দুধের ভূমিকা এবং সুস্থ জীবনযাপনে জন্যা দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষে আমাদের এই আয়োজন বলে জানান তিনি।