1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বটবৃক্ষের ছায়ায়: সন্তানের নির্ভরতার প্রতীক বাবা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

বটবৃক্ষের ছায়ায়: সন্তানের নির্ভরতার প্রতীক বাবা

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ডা. আয়শা আক্তার

ডা. আয়েশা আক্তার। ছবি: সংগৃহীত
বাবা, এমন একটি শব্দ যেখানে নির্মল নিটোল অনুভূতির সাথে ভালোবাসার মায়াজাল ছড়িয়ে রয়েছে। পৃথিবী দেখতে কেমন? বা একটি মেয়ে বা ছেলে কেমন পৃথিবী দেখতে চায়, জানতে চাইলে উত্তর আসবে বাবার মতো। বাবা দেখতে কমলালেবুর মতো। বাবা দেখতে বটবৃক্ষের মতো কিংবা বাবা একটা নদীর নাম।

যে সন্তানকে নিঃশর্তভাবে ছায়া দিয়ে রাখে। নদীর মতো প্রশান্ত জলাশয়ে ধারণ করে এবং কমলালেবুর কোয়াগুলোর মতো ধাপে ধাপে স্বপ্নগুলো ভালোবাসার রসে ডুবিয়ে রাখে।

বাবার সঙ্গে বন্ধুত্ব অনেকের হয়তো বেশ খোলামেলা। বোঝাপড়ার। কারও মধ্যে থাকে গাম্ভীর্যের দূরত্ব। কিন্তু সন্তানের জন‍্য বাবা যে উঠোন আগলে রাখে, সেই উঠোন জুড়ে আছে নির্ভরতার ছায়া বৃক্ষ। যদি ছাড়ের কথা বলি, জীবনে বাবার সঙ্গে এই প্রতিযোগিতায় কেউ জিতে যেতে পারবে না।

নিজেকে তুচ্ছ করে সন্তানের জন্য সর্বোচ্চ যিনি দিতে তৈরি, তিনি বাবা। বাবার আত্মত‍্যাগ, বাবার ক্লান্তি, বাবার চোখের অশ্রু অলক্ষ‍্যে থেকে যায়। বাবার জন‍্য একটি দিবস বরাদ্দ রাখা, কোনো সন্তানের জন্য সম্ভব নয়। সন্তানের সঙ্গে বাবা আছে প্রতিটি নিঃশ্বাসে।

বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি জীবনের প্রথম শিক্ষক, পদপ্রদর্শক ও প্রথম বন্ধু। তিনি আমাদের শেখান কীভাবে পৃথিবীকে ভালোবাসতে হয়, কীভাবে কঠিন সময়েও হাসতে হয় এবং কীভাবে নিজের বিশ্বাসে অটল থাকতে হয়। বাবার হাতের মুঠোয় থাকে আমাদের ভবিষ্যতের রূপরেখা, আর তার চোখে থাকে আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি।

বাবা কখনো বলেন না, ‘আমি তোমাকে ভালোবাসি’, কিন্তু তার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ত্যাগে ফুটে ওঠে সেই অপ্রকাশিত ভালোবাসা। তিনি আমাদের জন্য নিজের সুখ, নিজের স্বপ্ন, নিজের আরাম সব কিছু ত্যাগ করেন, শুধু আমাদের হাসি দেখতে। তার এই নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের জীবনের শক্তি।

বাবার সঙ্গে সময় কাটানো মানে শুধু গল্প করা নয়, মানে জীবনের পাঠ নেওয়া। তার সঙ্গে হাঁটতে হাঁটতে আমরা শিখি ধৈর্য, শিখি সহানুভূতি, শিখি আত্মবিশ্বাস। তিনি আমাদের দেখিয়ে দেন, জীবনের প্রতিটি মুহূর্তকে কীভাবে পূর্ণতা দেওয়া যায়, কীভাবে ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়।

আজকের এই বিশেষ দিনে, আমরা শুধু বাবাকে শুভেচ্ছা জানাই না, আমরা তার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করি। বাবা, আপনি আমাদের জীবনের অমূল্য রত্ন, আপনার জন্য আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে।

পৃথিবীর সব বাবার জন্য ভালোবাসা রইল, বাবা দিবসে সব বাবাদের জন্য শুভকামনা।

লেখক: উপ-পরিচালক, শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল, ঢাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট