হাবিবুর রহমান (সুজন)
পুরনো ছবি।
সাজেক ভ্যালির নৈসর্গিক পাহাড়ি সৌন্দর্যের মাঝে আজ ঘটলো এক অন্যরকম দৃশ্য। পর্যটনের স্বর্গরাজ্যখ্যাত এই অঞ্চলে মানবতার সেবা নিয়ে হাজির হয়েছেন পরিচিত মানবিক কর্মী মানবতার ফেরিওয়ালা নুর হোসেন।
স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, ওষুধসহ,স্কুল,মাদ্রাসা,গরীব,এতিম এর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। দূরবর্তী দুর্গম এলাকায় হেঁটে, মোটরবাইকে চড়ে একের পর এক পরিবারে পৌঁছে দিয়েছেন সহায়তা।
স্থানীয় এক প্রবীণ পাহাড়ি বাসিন্দা আবেগ নিয়ে বলেন,
“শীতের সময় এমন সাহায্য আমরা খুব কম পাই। নুর হোসেন ভাই আমাদের নিজের মানুষের মতো পাশে দাঁড়িয়েছেন।”
নুর হোসেন জানান,
“মানবতা সীমান্ত মানে না। শহর-গ্রাম, পাহাড়-মরু—যেখানেই কষ্ট, সেখানেই আমার পথ। সাজেকের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি ভাগ্যবান।”
তার এই উদ্যোগ সাজেকের স্থানীয় পর্যটনকর্মী এবং তরুণদের মধ্যেও অনুপ্রেরণা জাগিয়েছে। অনেকে তার সঙ্গে যুক্ত হয়ে গ্রামগুলোতে সেবা কার্যক্রমে অংশ নেন।
পর্যটকের ভিড়ের মাঝেও মানবতার স্পর্শ ছড়িয়ে দিলেন নুর হোসেন—
সাজেক আজ শুধু প্রকৃতির সৌন্দর্যে নয়, মানবতার আলোতেও উজ্জ্বল।