কাজী নূরনবী নাইস জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর থানার রজাকপুর ডানা পার্ক এলাকা থেকে একশত গ্রাম হেরোইন সহ ইকরামুল (৩৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকরামুল মাটিকাটা ভাটা, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহীর বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর ও ধারাবাহিক অভিযান শুরু করেছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন । মাদকবিরোধী অভিযানে আমরা জনগণের তথ্য ও সহায়তা সার্বিক ভাবে কামনা করি।