মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন শালবাগান ও বুরুঙ্গা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে ওই এলাকায় চৌকিদার টিলা বিওপির বিজিবির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ ৪৪০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় তারা। জব্দকৃত যানবাহনসহ এসব ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম।