1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লালমনিরহাটে হানাদারমুক্ত দিবসে নেই কোনো আয়োজন—মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

লালমনিরহাটে হানাদারমুক্ত দিবসে নেই কোনো আয়োজন—মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

আজ ৬ ডিসেম্বর, লালমনিরহাটের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন—হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা পরাস্ত হয়ে লালমনিরহাট সম্পূর্ণ মুক্ত হয়। প্রতিবছর এ উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রশাসন ও স্থানীয় মানুষজন নানা কর্মসূচি পালন করলেও এবছর দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান, আলোচনা সভা বা শ্রদ্ধার্ঘ্য নিবেদন দেখা যায়নি।

এমন অবহেলা ও উদাসীনতা নিয়ে জেলার প্রবীণ মুক্তিযোদ্ধাদের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ, হতাশা ও মানসিক বেদনা। তাদের দাবি—যে দিনটি লালমনিরহাটবাসীর জন্য মুক্তির আনন্দের প্রতীক, সেটিই এখন নীরবতার আবরণে ঢাকা পড়ে যাচ্ছে।

মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। তখন কারো মাথায় দল–মত–ধর্ম–সম্প্রদায়ের বিভাজন ছিল না।
“দেশ আগে—দল পরে, এটাই ছিল আমাদের শপথ,” বলছেন এক প্রবীণ যোদ্ধা।
তাদের মতে, সেই ত্যাগ ও আদর্শের প্রতি আজকের অবহেলা শুধু দুঃখজনকই নয়, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

তারা আরও প্রশ্ন তোলেন–স্বাধীনতার ৫৩ বছর পরও যদি জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন উদযাপন করতে রাজনৈতিক বিবেচনা করতে হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম কোন পরিচয়ে বড় হবে?
তাদের ভাষায়, মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না। লালমনিরহাটের মুক্তিও কোনো দলের কৃতিত্ব নয়—এটা সমগ্র জেলার সম্মিলিত গর্ব।

অনুসন্ধানে জানা যায়, এবছর সরকারি বা বেসরকারি কোনো সংগঠনই হানাদারমুক্ত দিবস উপলক্ষে আনুষ্ঠানিক উদ্যোগ নেয়নি। প্রশাসনের নীরবতা ও স্থানীয় সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

মুক্তিযোদ্ধারা মনে করছেন, এমন নীরবতার ফলে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে উদাসীন হয়ে পড়বে।
তাদের আহ্বান—লালমনিরহাটের হানাদারমুক্ত দিবসকে দলীয় পরিচয়ের বেড়াজালে নয়, জাতীয় স্বার্থে ঐক্যের প্রতীক হিসেবে পালিত হওয়া উচিত।

তাদের দাবি, আগামী বছর থেকে এ দিনটি যেন যথাযোগ্য মর্যাদা, সম্মান ও রাষ্ট্রীয় প্রটোকলসহ উদযাপিত হয়—এটাই লালমনিরহাটের মানুষের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট