জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড দশত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন । বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম ফকির, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী ও সাইফুল ইসলাম, টঙ্গিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক তানজিল শেখ, পাঁচগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি শাহিন ফকির, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বজলু শেখ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হোসেন ডালু, বিএনপি নেতা হালিম মোল্লা, যুবদল নেতা সোহেল মুন্সী, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মজিবুর শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করছি এবং অতি শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছি।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়