মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে চোরাকারবারীদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রামে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে।
জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বড়ইকুচি এলাকায় অভিযান চালায় বিজিবির সদস্যরা। ওইসময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মোঃ রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকানো অবস্থায় ১৮টি বস্তায় ৮৯৫ কার্টনের ভেতর ৬ হাজার ৪৮ পিস ভারতীয় ডাব সাবান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার টাকা।
এসব পণ্য অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা বিজিবির। তবে অভিযানের সময় রাব্বানী বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে কর্নজোড়া বিওপির ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া বলেন—
ভারতীয় মালামাল জব্দের ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।