1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতে ত্বকের শুষ্কতা দূর করতে কী মাখবেন, পেট্রোলিয়াম জেলি না গ্লিসারিন? - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে কী মাখবেন, পেট্রোলিয়াম জেলি না গ্লিসারিন?

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

শীত আসতেই বদলে গেছে স্কিন কেয়ার রুটিন। ড্রেসিং টেবিলে জায়গা করে নিয়েছে লোশন, অলিভ অয়েল, ময়েশ্চারাইজার। আরও আছে হাতের ক্রিম, পায়ের ক্রিম, ঠোঁটের ক্রিম। কিন্তু মা-দাদী-নানীরা এখনও ত্বকের যত্নে ভরসা খুঁজে পান পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিনে। তাতে ক্ষতি নয়, বরং ত্বকের উপকারই হয়। আপনিও পুরনো এসব পণ্যে দূর করতে পারেন ত্বকের শুষ্কতা।

প্রশ্ন হচ্ছে শীতে ত্বকের শুষ্কতা দূর করতে কোনটি ভালো কাজ করে? পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন? চলুন জানা যাক-

ত্বকের ওপর সুরক্ষামূলক স্তর তৈরি করতে পারে পেট্রোলিয়াম জেলি। এই স্তর ত্বকের ভেতর থেকে আর্দ্রতা বাইরে বের হতে দেয় না। এটির ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা প্রায় ৯৯ শতাংশ।

অন্য দিকে, গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা টেনে নিতে পারে চুম্বকের মতো। এটি ত্বকে মাখলে পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে ত্বকের ভেতরে নিয়ে আসে। হালকা ভেজা ত্বকের ওপর গ্লিসারিন মাখলে বেশি ভালো কাজ করতে পারে তা।

শীতের রুক্ষ সময়ে ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে অর্থাৎ হাইড্রেশনের জন্য এই দুই উপাদানই ব্যবহৃত হয়। কিন্তু দুটি প্রসাধনী হাইড্রেশনের কাজ করে ভিন্নভাবে। একটি ভেতরের আর্দ্রতা ভেতরেই ধরে রাখে, আর একটি বাইরে থেকে আর্দ্রতা টেনে আনে। পেট্রোলিয়াম জেলি কখনও সখনও ত্বকের অনেক গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে শুষ্ক স্তরে নিয়ে আসে। আবার যেখানে যেমন আর্দ্রতার প্রয়োজন, সেটি মিটিয়ে দিতে পারে গ্লিসারিন।

কোনটি বেশি উপকারী, কোন ত্বকের জন্য কোনটি ভালো?
পেট্রোলিয়াম জেলি- মাখার পরেই আঠালো, চটচটে ভাব তৈরি হয় ত্বকে। তাই ত্বক যদি প্রচণ্ড শুষ্ক, খসখসে, ছাল ওঠা হয় তাহলে পেট্রোলিয়াম জেলিই আপনার জন্য উপযুক্ত। ফাটা ঠোঁট, কনুই, গোড়ালির অবস্থা ফেরাতে এর কোনো জুড়ি নেই। এগজিমা বা চুলকানির মতো রোগ থাকলে পেট্রোলিয়াম জেলি মাখুন।

গ্লিসারিন- গ্লিসারিন বেশ হালকা। এটি ত্বকে তেলচিটে, আঠালো ভাব তৈরি করে না। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন সেরা। তবে খুব শুষ্ক আবহাওয়ায় ত্বকের ভেতর থেকে আর্দ্রতা টেনে আনলে আবার ক্ষতিও হতে পারে ত্বকের। পেট্রোলিয়াম জেলির চেয়ে ব্রণপ্রবণ ত্বকে গ্লিসারিন বেশি ভালো কাজ দেয়।

শীতের সময়ে প্রবল শুষ্ক ত্বকের জন্য সেরা পদ্ধতি হলো পেট্রোলিয়াম জেলি আর গ্লিসারিন দুটির মেলবন্ধন। প্রথমে গ্লিসারিন মেখে তার ওপর দিয়ে পেট্রোলিয়াম জেলি মেখে নিতে পারেন। গ্লিসারিন দিয়ে ত্বকের আর্দ্রতা বাড়ানোর পর পেট্রোলিয়াম জেলি মেখে নিলে নিশ্চিত হওয়া যায়, ত্বকের আর্দ্রতা বাইরে বেরোবে না। ফলে ভালো থাকবে আপনার ত্বক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট