হাবিবুর রহমান সুজন।
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অভিভাবকদের সন্তানদের আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে জন্মনিবন্ধন সনদ, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পূর্ববর্তী শ্রেণির সনদ (যদি থাকে)।
শিক্ষার মানোন্নয়নে বাঘাইহাট প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পরিচিত। বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকারাও নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন।
অভিভাবকদের সুবিধার্থে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিদিন স্কুল সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান করছে।
বিদ্যালয় সূত্র জানিয়েছে, “শহর থেকে দূরবর্তী পাহাড়ি এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে দ্রুত ভর্তি সম্পন্ন করার অনুরোধ করছি।”
প্রাক প্রাথমিক ( শিশু শ্রেণি) থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলতেছে।
ভর্তির সময়সীমা: ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬পর্যন্ত।
ভর্তির বয়সঃ ১ ই জানুয়ারী ২০২৬ খ্রি. বয়স হতে হবে-
১.প্রাক-প্রাথমিক( শিশু শ্রেণি) ৪+
২.প্রাক-প্রাথমিক( শিশু শ্রেণি) ৫+
৩. ১ম শ্রেণি ৬+
৪. ২য় শ্রেণি ৭+
৫. ৩য় শ্রেণি ৮+
৬. ৪র্থ শ্রেণি ৯+
৭. ৫ম শ্রেণি ১০ +
ভর্তির সময় যা লাগবেঃ
১. শিশুর জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর ফটোকপি-১কপি।
২.শিশুর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি -২ কপি।
৩. পিতা-মাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-২কপি।
৪.পিতা-মাতার মোবাইল নাম্বার।
৫. মাতার মোবাইল অবশ্যই মাতার নামে রেজি: থাকতে হবে এবং মাতার এনইডি দিয়ে নগদ অথবা বিকাশ KYC করা থাকতে হবে।
৬. অন্য বিদ্যালয়ে অধ্যয়নরত থাকলে সেই বিদ্যালয়ের ছাড়পত্র।
সুযোগ-সুবিধা:-
১. ভর্তিকৃত সকল শিক্ষার্থীরা ১ জানুয়ারি ২০২৬ বিনামূল্যে বই পাবে।
২. শতভাগ উপবৃত্তি পাবে।
৩. বেতন ও পরীক্ষার ফী সম্পূর্ণ ফ্রি।
৪.ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল ( ডিজিটাল টিভি) ও প্রজেক্টরের এর মাধ্যমে পাঠদান করা হয়।
৪. জাতীয় পর্যায়ে সকল প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ।
৫. দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান।
৬. সুসজ্জিত শ্রেণিকক্ষে পাঠদান।